চুয়াডাঙ্গার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে চুয়াডাঙ্গা প্রকল্পের ক্ষতিপূরণ বাবদ ৫ টি এলএ চেক প্রদান।
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
আজ ৩১ জুলাই বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ, চুয়াডাঙ্গা প্রকল্পের ক্ষতিপূরণ বাবদ ৫ টি এলএ চেকের মাধ্যমে ৫১,৬৯,৩৫৬/- (একান্ন লক্ষ উনসত্তর হাজার তিনশত ছাপ্পান্ন টাকা) এবং পীরপুর গঞ্জের হাট সড়কের ৯০ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের এপ্রোচ সড়ক নির্মাণে স্থাপনার প্রকল্পের ক্ষতিপূরণ বাবদ ২ টি এলএ চেকের মাধ্যমে ৫৪,৬৯,৭১০/-(চুয়ান্ন লক্ষ উনসত্তর হাজার সাতশত দশ টাকা) প্রকল্প স্থানে বিতরণ করা হয়েছে।


Leave a Reply