জেলা প্রতিনিধি:(নাটোর)।
নাটোর জেলার লালপুর উপজেলায় আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে অবস্থানরত অসহায় ছিন্নমুল ভাসমান মানুষদের নিয়ে বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।১৮/০৬/২০২৫ইং রোজ বুধবার নাটোর জেলার আব্দুলপুর স্টেশনে বাহারি ফল উৎসবে ছিল আম হিমসাগর, লকনা,কলা,লিচু,ড্রাগন,।প্রায় ৫০ জনের অধিক মানুষের মাঝে এই ফলমুল বিতরন করা হয়।উক্ত ফল উৎসবে উপস্থিত ছিলেন বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সমাজকর্মী কাউসার সবুজ,সহসভাপতি সুনিল মাষ্টার, সদস্য রাজু আহাম্মেদ, ইসমাইল,ইব্রাহিম,হাসিবুল,বিজয়,অপু রায়হান, শিহাব,হৃদয় সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।


Leave a Reply