মুক্তাগাছায় মহাসড়ক নির্মাণ কাজে
অগ্রগতি না থাকায়
ভোগান্তিতে সাধারণ মানুষ!
মো:সোহানুর রহমান
উপজেলা প্রতিনিধি
মুক্তাগাছা(ময়মনসিংহ)
ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে নির্মাণ কাজে অগ্রগতি না থাকায় ভোগান্তিতে যানবাহন চলাচল ও সাধারণ মানুষ।
প্রায় তিন বছর যাবৎ কাজ চলমান থাকলেও
এখনো শেষ হয়নি নির্মাণ কাজ।
ময়মনসিংহ থেকে মুক্তাগাছা পর্যন্ত
ও রসুলপুর থেকে মধুপুর পর্যন্ত,
কাজ শেষ হয়েছে প্রায় ছয় মাস আগে।
কিন্তু কালিবাড়ী থেকে মুক্তাগাছা পর্যন্ত নির্মাণ কাজের দৃশ্যতকোনো অগ্রগতি নেই।
সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায়
রাস্তার মাঝখানে বড় বড় গর্ত।
ভারী বৃষ্টি হওয়ায় গর্তে জমে আছে পানি
যাতে বিপাকে পড়েছে ছোট ছোট যানবাহন
( অটো রিকশা ভ্যান )
যার দরুন প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা।
তবে বেচুয়াখালি বাজার থেকে
লেংড়া বাজার অংশে কিছু কিছু, জায়গায় নির্মাণ কাজ চলমান।
কিন্তু যতটুকু কাজ হয়েছে প্রশ্ন উঠেছে
কাজের গুনগত মান নিয়ে। রাস্তার এই বেহালদশা দেখে এলাকার জনমনে ক্ষোবের সঞ্চার সৃষ্টি হয়েছে।প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকার সচেতন মহল।


Leave a Reply