নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২৬ বীর ইউনিটের একটি দল।
সোমবার (৯ জুন) রাত ১টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মোঃ মিরাজ নামে এক ব্যক্তিকে ১৩ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, রোববার রাত সাড়ে ৯ টায় লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাতের নেতৃত্বে ২৬ বীর ইউনিটের একটি দল আওনা ইউনিয়নের কুড়ালিয়া পটল এলাকায় অভিযান চালায়। রাত ১টা ১০ মিনিটের সময় কুড়ালিয়া পটল ব্রিজের কাছ থেকে ইয়াবা ব্যবসায়ী মিরাজকে আটক করে অভিযানীক দল। আটককৃত মিরাজ কুড়ালিয়া পটল গ্রামের বদিউজ্জামান বাদলের ছেলে।
এসময় আটককৃত মিরাজের কাছ থেকে মোট ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়নি। উদ্ধারকৃত ইয়াবাসহ মিরাজকে রাত ২টা ৩০ মিনিটে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। থানার এসআই সুব্রত তাকে বুঝে নেন।
সরিষাবাড়ী থানার (ওসি) তদন্ত আরাফাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাতে একজন ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে সেনা সদস্যরা। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।


Leave a Reply