January 15, 2026, 4:30 pm
শিরোনাম :
নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার কুমিল্লা দাউদকান্দি স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় শীতার্ত মানুষের পাশে ব্র্যাক ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–হিরোইন ও রেপলিকা পিস্তলসহ চার মাদক ব্যবসায়ী আটক মানবদেহের ভেদ তত্ত্ব ফসলি জমির মাটি কেটে নেওয়ায় দিগপাইতের দুইটি ইট ভাটাকে চার লক্ষ টাকা জরিমানা। রাজারহাটে অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন,৪ লাখ টাকা জরিমানা ও যানবাহন জব্দ। কালিগঞ্জ সরকারি কলেজে দর্শন বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান অধ্যাপিকা শামীমা আকতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রাজশাহীতে ২৮ বোতল মদ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলা দুর্গম রেমাক্রী ও তিন্দু ২(দুই) ইউনিয়নের ৭৪০জন নারী উদ্যোক্তাকে এককালীন নগদ অর্থ সহায়তা। বিতরন করেন

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, November 17, 2025
  • 446 সময় দেখুন

বান্দরবানের থানচি উপজেলা দুর্গম রেমাক্রী ও তিন্দু ২(দুই) ইউনিয়নের ৭৪০জন নারী উদ্যোক্তাকে এককালীন নগদ অর্থ সহায়তা। বিতরন করেন।

উশৈনু মারমা
বিশেষ,প্রতিনিধি
থানচি, বান্দরবান

১৭ নভেম্বর ২০২৫
বান্দরবানের থানচি উপজেলা দুর্গম দুইটি ইউনিয়নের হাঁস,মুরগি,ছাগল,শুকর পালন করে নিজেদের পরিবারিক স্বচ্ছলতা,স্বাবলম্ভী ও অর্থনীতি চাক্কা ঘুড়ানো লক্ষে ৭৪০ জন নতুন নারী উদ্যোক্তাকে নগদ অর্থ সহায়তা দিয়েছে এনজিও
সংস্থা বিএনকেএস।
সোমবার ১৭ নভেম্বর সকাল থেকে দিন ব্যাপী পৃথকভাবে রেমাক্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ও তিন্দু বাজার প্রাঙ্গনের এ সব নগদ অর্থ বিতরণ করেন।
আন্তর্জাতিক স্বেচ্ছা সেবী সংগঠন ইউরোপীয় ইউনিয়নের মানুষের জন্য ফাউন্ডেশন অর্থায়নের বলিপাড়া নারী কল্যাণ সমিতি বিএনকেএস’র অংশীদািরেত্বর ভিত্তিতে সহনশীল জীবিকার জন্য সহায়তা'( পিআরএলসি) প্রকল্পের আওতায়
তিন্দু ইউনিয়নের ৩৩৫ জন নারী ও রেমাক্রী ইউনিয়নের ৪০৫জন নারী উদ্যোক্তাদের মধ্যে ১১৮জন নারী উদ্যোক্তাকে ১০ হাজার ১০০শত টাকা করে মোট ১১ লাখ ৯১ হাজার ৮০০শত টাকা, ৬৬২ জন কে ৭ হাজার ২০০ শত টাকা করে মোট ৪৭ লাখ ৬৬ হাজার ৪০০শত টাকা সব মিলিয়ে ৫৯ লাখ ৫৮ হাজার ২০০শত টাকা বিতরণ করা হয়।
কর্মকর্তারা জানান, ৭৪০জন নারী উদ্যোক্তাকে গ্রুপ করে মাসব্যাপী হাঁস মুরগি,ছাগল,শুকর পালনের রক্ষনাবেক্ষণ অসুস্থ হলে চিকিৎসা ব্যবস্থা ঔষধের নামসহ সকল বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মশালা দেয়া হয়েছে।
দুই স্থানের পৃথকভাবে বিতরনের সময় মানুষের জন্য ফাউন্ডেশনের মনিটরিং কর্মকর্তা কায়সার জিলানী,প্রকল্প সমন্বয়কারী আলোপ্রিয় চাকমা,গ্রান্ট ম্যানেজার এবিএম গোলাম সারওয়ার, ডেপুটি ম্যানেজার-গ্রান্টস মানুষের জন্য ফাউন্ডেশন পি,আর,এল,সি প্রকল্প, রাংঙ্গামাটি, আমানুল্লাহ নূরী, টেকনিক্যাল অফিসার কথিকা খীসা, রেমাক্রী ইউ,পি চেয়ারম্যানে প্রতিনিধি হ্লাথোয়াইপ্রু মারমা বিএনকেএস এর প্রকল্পের সমন্বয়কারী পেশন চাকমা,ফিন্যান্স ডাইরেক্টর আবামং মারমা,ফিন্যান্স ম্যানেজার মাম্যাসিং মারমা, এ্যাডমিন অফিসার চাইসামং মারমা টেকনিক্যাল অফিসার হ্লাগ্যউ মারমাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দুই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী মেম্বার ও ওয়ার্ড মেম্বার পাড়া করবাড়ি হেডম্যান উপস্থিত থেকে সহযোগীতা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD