January 15, 2026, 10:02 am
শিরোনাম :
কুমিল্লা দাউদকান্দি স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় শীতার্ত মানুষের পাশে ব্র্যাক ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–হিরোইন ও রেপলিকা পিস্তলসহ চার মাদক ব্যবসায়ী আটক মানবদেহের ভেদ তত্ত্ব ফসলি জমির মাটি কেটে নেওয়ায় দিগপাইতের দুইটি ইট ভাটাকে চার লক্ষ টাকা জরিমানা। রাজারহাটে অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন,৪ লাখ টাকা জরিমানা ও যানবাহন জব্দ। কালিগঞ্জ সরকারি কলেজে দর্শন বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান অধ্যাপিকা শামীমা আকতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রাজশাহীতে ২৮ বোতল মদ উদ্ধার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ত্রিমুখীসংঘর্ষ ওই দেশের সেনাবাহিনী, আরাকান আর্মি এবং রোহিঙ্গা আরশাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ১ বাংলাদেশী শিশু গুলিবিদ্ধ।

বাঘায় অসহায় পরিবার পেল ঈদের উপহার।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, June 4, 2025
  • 393 সময় দেখুন

বাঘায় অসহায় পরিবার পেল ঈদের উপহার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

অসহায় পরিবার পেল ঈদের উপহার।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নে নিম্ন আয়ের ১৪ হাজার ১৩০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রুপ ফিটিং (ভিজিএফ)’র চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩-০৬-২০২৫) উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার চা’ল বিতরণ কার্যক্রম শুরু করেন। ইউএনও জানান, বাঘা পৌরসভার ৯টি ওয়ার্ড মিলে ৪ হাজার ৬২১ জন ভূক্তভূগি পরিবার রয়েছে। প্রথম দিন ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে চাল দেওয়া হয়। পরের দিন দেওয়া হবে ৬ থেকে ৯ নম্বর ওয়ার্ডে। পৌরসভায় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন-সহকারি প্রকৌশলী তাজুল ইসলাম,উপ সহকারি প্রকৌশলী মুকুল হোসেন, অফিস সহকারি আকরাম হোসেনসহ প্রজেক্ট ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।

প্রকল্প কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, বাঘা পৌরসভার ৪ হাজার ৬২১,আড়ানি পৌরসভায় ৩ হাজার ৮১, বাজুবাঘা ইউনিয়নে ৬৬৩, গড়গড়ি ইউনিয়নে ৮২০,পাকুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১৬,মনিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৪৮২,বাউসা ইউনিয়নে ১হাজার ৪২৫,আড়ানি ইউনিয়নে ৫২২ ও চকরাজাপুর ইউনিয়নে ৫০০ ভূক্তভূগি পরিবার রয়েছে।

প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হক জানান,মঙ্গলবার থেকে পৌরসভা ও ইউনিয়নে চাল বিতরণ শুরু করা হয়েছে। আড়ানি ও বাউসা ইউনিয়ন বাদে পৌরসভা ও ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা চাল বিতরণ করেছেন।

পৌরসভা ও ইউনিয়নে গিয়ে দেখা গেছে,লাইনে দাড়িয়ে চাল নিচ্ছেন ভূক্তভূগিরা। চাল পাওয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা বিএনপি-জামায়াতের নেতাদের স্লিপে চাল পেয়েছেন। তাদেরই একজন বাঘা পৌরসভার দক্ষিন মিলিক বাঘা গ্রামের হাজেরা বেওয়া। তিনি জানান, চালের মান খুব ভালো না।

বাউসা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান জানান, তার ইউনিয়নে মঙ্গলবার ও বুধবার দুইদিন চাল বিতরণ করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD