1. admin@dainikjanatarkhobor.com : admin :
  2. rashedulislam.cu1981@gmail.com : Md. Rashedul Islam : Md. Rashedul Islam
  3. rimedia089@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam

সরিষাবাড়িতে যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট।

সরিষাবাড়িতে যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট।

নিজস্ব প্রতিবেদক

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে যুব সমাজ কর্তৃক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।৮/০৬/২০২৫ ইং (রবিবার) বিকেল(৪:৩০)মিনিটে উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বিবাহিত দল এবং অবিবাহিত দল। ২-১ গোলে বিজয়ী হয় অবিবাহিত দল। সুশৃংখল এবং আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন স্থানীয় জনগণ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:আরিফুজ্জামান সেলিম(উপসচিব),মো:তোজাম্মেল হোসেন(প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর)মো:রকিবুজ্জামান রুবেল(প্রভাষক),আমিনুল ইসলাম(মেরিনার),মো:মোয়াজ্জেম হোসেন জজ(প্রধান শিক্ষক)মো:বাচ্চু মিয়া(সাবেক মেম্বার)মোঃ সোহাগ মিয়া,আলিফ-আল মাহমুদ,মোঃআনিছুর রহমান প্রমুখ এবং সার্বিক সহযোগিতা করেন এলাকার যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলা পরিচালনা করেন,মো:জাহাঙ্গীর আলম(ব্যাংকার),এলাকার স্থানীয় জনগণের প্রত্যাশা প্রতি বছর যেন এমন খেলার আয়োজন করা হয়।

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD