সরিষাবাড়িতে যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে যুব সমাজ কর্তৃক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।৮/০৬/২০২৫ ইং (রবিবার) বিকেল(৪:৩০)মিনিটে উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বিবাহিত দল এবং অবিবাহিত দল। ২-১ গোলে বিজয়ী হয় অবিবাহিত দল। সুশৃংখল এবং আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন স্থানীয় জনগণ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:আরিফুজ্জামান সেলিম(উপসচিব),মো:তোজাম্মেল হোসেন(প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর)মো:রকিবুজ্জামান রুবেল(প্রভাষক),আমিনুল ইসলাম(মেরিনার),মো:মোয়াজ্জেম হোসেন জজ(প্রধান শিক্ষক)মো:বাচ্চু মিয়া(সাবেক মেম্বার)মোঃ সোহাগ মিয়া,আলিফ-আল মাহমুদ,মোঃআনিছুর রহমান প্রমুখ এবং সার্বিক সহযোগিতা করেন এলাকার যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলা পরিচালনা করেন,মো:জাহাঙ্গীর আলম(ব্যাংকার),এলাকার স্থানীয় জনগণের প্রত্যাশা প্রতি বছর যেন এমন খেলার আয়োজন করা হয়।