কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের ১৬ রানে হারিয়ে সিরিজ সমতায়
স্পোর্টস রিপোর্টার :
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের ১৬ রানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। টিকে থাকতে হলে দ্বিতীয় ওয়ানডেতে হারাতেই হবে সেই লক্ষ্যেই সফল হয়েছে বাংলাদেশ।
এই গুরুত্বপূর্ণ জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন স্পিনার তানভীর ইসলাম। ৩৯ রানে ৫ উইকেট শিকার করে লঙ্কান ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। কুশল মেন্ডিস, নিশান মাদুশকারা তার বোলিংয়ে খাবি খেয়েছেন।
বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তিনিও আসেন সংবাদ সম্মেলনে। জানান প্রথম ২ ওভারে ২২ রান দিলেও তার প্রতি আস্থা রেখেছিলেন অধিনায়ক মিরাজ। লঙ্কান ব্যাটাররা তানভীরের ওপর চড়াও হলেও তাকে আক্রমণাত্মক বোলিং চালিয়ে যেতে বলেছিলেন অধিনায়ক।


Leave a Reply