চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
আজ ১৭ জুলাই চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
দিনের শুরুতে তিনি দামুড়হুদা উপজেলাধীন ৮১ নং নূতন বাস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা বিষয়ক শিক্ষক ও অভিভাবকবৃন্দের সাথে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক সহযোগিতা এবং শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে তিনি হাউলী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সেবা প্রদানের ক্ষেত্রে জনসাধারণের সন্তুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি হাউলী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পভুক্ত পরিবারের জীবনমান, আবাসন ব্যবস্থা ও সরকারি সহায়তার বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এছাড়া তিনি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য সেবা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি দামুড়হুদা উপজেলাধীন জাগরণী চক্র এনজিওর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন।
উক্ত পরিদর্শনকালে জেলা প্রশাসক, চুয়াডাঙ্গার সাথে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব তিথি মিত্র, দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব কে এইচ তাসফিকুর রহমান এবং জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল নাঈম


Leave a Reply