সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–হিরোইন ও রেপলিকা পিস্তলসহ চার মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, হিরোইন, রেপলিকা পিস্তল ও নগদ অর্থসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাসী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—পঞ্চাশী গ্রামের পলাশ সরকারের ছেলে শান্ত সরকার (২৩), প্রান্ত সরকার (১৭), পলাশ সরকারের স্ত্রী শিউলি বেগম, এবং শাকিল হোসেনের স্ত্রী চৈতি (২০)।
সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে বিএ-১১৮৭৪ লেফটেন্যান্ট শাহারিয়ার তালুকদারের নেতৃত্বে ২৬ বীর, সরিষাবাড়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল পঞ্চাসী এলাকায় অভিযান চালায়। অভিযানে শান্ত সরকারের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযান থেকে ৪০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হিরোইন, ১টি রেপলিকা পিস্তল এবং ৬০ হাজার ৭৩০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
পরে আটক চারজনকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।


Leave a Reply