জামালপুরের সরিষাবাড়ীতে শান্তনা রাণী দাস নামে এক গৃহিণী নিখোঁজ ।
নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৩ নং ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজারের সন্নিকটে চাপারকোনা ভাটি পাড়ার শান্তনা রাণী দাস (৪০) নামে এক গৃহিণী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণে জানা যায়, চাপারকোনা ভাটি পাড়া গ্রামের লিটন চন্দ্র দাস এর স্ত্রী শান্তনা রাণী দাস বিগত ২৭-১২-২৫- ইং তারিখ ভোর ৪ ঘটিকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহির হয় । এর পর হতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শান্তনা রাণীর স্বামী লিটন চন্দ্র দাস কান্না জড়িত কন্ঠে জানান, দীর্ঘ ২১ বৎসর পূর্বে আমি শেরপুর জেলার বগুড়া গ্রামের মুচি স্বপন চন্দ্র দাস এর কন্যার সাথে ধর্মীয় বিধান মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি বলেন তার পরিবারে এক মেয়ে ও দুই ছেলে জন্ম গ্রহণ করে। তাদের সংসার ভালো ভাবে চলে আসছিল। কিন্তু হঠাৎ করে বিগত ২৭-১২-২৫ ইং তারিখ ভোর ৪ টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে যায়। এর পর হতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরো জানান, এবিষয়ে সরিষাবাড়ী থানার একটি সাধারণ ডাইরী করা হয়েছে বলে জানান।
লিটন চন্দ্র দাস ও তার সন্তানদের কান্নায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে মোঃ আব্দুল লতিফ , মোঃ হাসমত আলী, ও লিটনের বড় ভাই বিশ্বজিৎ চন্দ্র দাস ও বড় মেয়ে বৈশাখী রাণী দাসসহ অনেকে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিষয়টি সুবিবেচনা সহকারে দ্রুত সময়ে সন্ধান প্রদানের জন্য জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া সাথে কথা তিনি বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডাইরী করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান।


Leave a Reply