বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দীঘিনালায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি)
প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ বিকাল ৩টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কনকনে শীত উপেক্ষা করে আয়োজকরা দরিদ্র, অসহায় ও শীতবস্ত্রহীন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার, যিনি এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, শীত মৌসুমে নিম্নআয়ের মানুষের কষ্ট অনেক বেড়ে যায়। এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। তিনি ভবিষ্যতেও ছাত্রসমাজকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কম্বল বিতরণে সহযোগিতায় বিশেষভাবে ছিলেন তাইজুল ইসলাম, কবির আহাম্মেদ, তন্ময় হাসান এবং খালেদ হাসান রবিন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু ও সুন্দরভাবে কম্বল বিতরণ সম্পন্ন হয়।
এ সময় শীতবস্ত্র গ্রহণকারী অসহায় মানুষরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রচণ্ড শীতে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা হয়ে দাঁড়াবে।
আয়োজকরা জানান, সমাজে বৈষম্যহীনতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবের অংশ হিসেবেই এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আগামীতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা


Leave a Reply