দিনাজপুর ডিবির অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অভিযানে আত্মগোপনে থাকা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫) গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন–২ এর অংশ হিসেবে জেলা ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ বণ্টন এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং আন্দোলন চলাকালে সংঘটিত হামলার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, পলাতক ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য রয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় দায়েরকৃত একটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এছাড়া অপর একটি মামলায় তাকে অভিযুক্ত করে পিবিআই, দিনাজপুর কর্তৃক ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গ্রেফতারকৃতকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


Leave a Reply