গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানীর পক্ষে বর্নি ইউনিয়ন বিএনপি’র প্রচার প্রচারণা।”
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহাম্মেদ ও বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বর্নি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন,টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নাসির , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জসিম শেখ, সাবেক বিএনপির নেতা জাকির ফকির, বর্নি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামাদ মুন্সী, পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।
এস এম জিলানীকে মনোনয়ন দেয়ায় বিএনপির সকল নেতাকর্মী আজ আনন্দিত। এ আসনের ভোটাররা এবার এস এম জিলানীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা আশাবাদী।
বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, আমরা জনকল্যাণে কাজ করবো এবং মানুষের ভালবাসা নিয়েই এস এম জিলানী কে বিপুল ভোটে জয়যুক্ত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারণায় নেমেছি। আশা করি, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এবং এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন করবেন।


Leave a Reply