টুঙ্গিপাড়ায় রাস্তার বেহাল দশা, দুর্ভোগে জনগণ। দেখার কেউ নেই।”
টুঙ্গিপাড়া প্রতিনিধি মো: রাকিবুজ্জামান, (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিঙ্গিপাড়া বাজার থেকে বর্নি বাজার পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ। রাস্তাটি খানা-খন্দের সৃষ্টি হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
যে কোনো সময় রাস্তাটি খালের সাথে মিলে যাবে। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় সময় ছোট বড় দুর্ঘটনা ঘটে। খানাখন্দের কারণে বর্তমানে এ রাস্তা দিয়ে যান চলাচল করতে অসুবিধা হয়ে যাওয়ায় জনগণের ভোগান্তির শেষ নেই।
রাস্তাগুলোতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানালেও টনক নড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, বর্ষাকালে এই রাস্তাগুলো খানাখন্দ, গর্ত ও কর্দমাক্ত হয়ে যায়। একটু বৃষ্টিতেই কাদা হওয়ায় দুর্ভোগ বাড়ে চলাচলকারীদের। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়েন বিড়ম্বনায়। বড় বড় গর্ত আর রাস্তায় পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই পথচারীদের। এমন অবস্থায় রাস্তায় ভ্যান ও ইজিবাইক চলাচল করতে অসুবিধা হচ্ছে। কোথাও ইট সরে সৃষ্টি হয়েছে গর্ত। কোথাও আবার বৃষ্টির পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি।
স্থানীয় বাসিন্দা বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়া থেকে বর্নি বাজার পযন্ত এতো খারাপ রাস্তা আর নেই।
অবিলম্বে বর্ষা মৌসুম শুরুর আগেই জরুরী জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি মেরামতের ব্যবস্থা নিতে এলজিইডি’র জেলা ও বিভাগীয় প্রধান প্রকৌশলী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসীসহ এই রাস্তায় চলাচলকারী সুবিধাভোগী জনসাধারণ।


Leave a Reply