চুয়াডাঙ্গায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫” উদযাপিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :(১-১১-২৫) : ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ০১ নভেম্বর শনিবার যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং সমবায় বিভাগ, চুয়াডাঙ্গার যৌথ আয়োজনে “৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫” উদযাপিত হয়েছে । দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে সমবায় বিভাগ, চুয়াডাঙ্গার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা পদযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫” উপলক্ষে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাটি সভাপতিত্ব করেন আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সমবায় বিভাগ, চুয়াডাঙ্গার কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।


Leave a Reply