বলি পাড়ায় ২২তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৫ অনুষ্ঠিত।
উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি:থানচি,(বান্দরবান)
ধর্মীয় ভক্তি, ঐক্য ও মানবকল্যাণে বৌদ্ধ সম্প্রদায়ের মহোৎসব
গণসংলাপ প্রতিনিধি, থানচি (বান্দরবান):
বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলি পাড়া ইউনিয়নে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ও ধর্মীয় তাৎপর্যপূর্ণ ২২তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৫ মহান আনন্দ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শুক্র বার বিকেল বেলা, বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহণ ও বুদ্ধ বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা — সংঘদান, সংঘভোজন, ধর্মদেশনা ও কঠিন চীবর দান সম্পন্ন হয়। এ সময় ভিক্ষু সংঘের নেতৃত্বে শত শতাব্দী বৌদ্ধ ভক্ত ও দানশীল ব্যক্তি অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান, থানচি উপজেলা বৌদ্ধ সংঘ পরিষদে সভাপতি ও থানচি হেডম্যান পাড়া বিহারাধ্যক্ষ উঃউইসারাদা ভিক্ষু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি বৌদ্ধ সংঘ পরিষদে সাঃসম্পাদক,ও আইলমারা পাড়া বিহারাধ্যক্ষ উঃগাইদামালা ভিক্ষু ও স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মের অন্যতম শ্রেষ্ঠ দান। এটি ভক্তি, সংযম, ঐক্য ও মানবকল্যাণের প্রতীক।” তাঁরা আরও বলেন, এই দানের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য বৃদ্ধি পায়।
উৎসব উপলক্ষে বলি পাড়া এলাকা জুড়ে ছিল ধর্মীয় সঙ্গীত, ফুল ও আলোয় সজ্জিত পরিবেশ। দিনভর ভক্তদের পদচারণায় এলাকা মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে সকল ভক্তদের চীবর দান করা হয়। এবং সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।


Leave a Reply