হেমনগরে তারেক জিয়া ফাউন্ডেশনের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
১৮ অক্টোবর (শনিবার)
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় হেমনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গসংগঠন তারেক জিয়া ফাউন্ডেশনের অফিস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর (শুক্রবার) আনুমানিক দুপুর ১২টার দিকে ভোলারপাড়ার কিছুসংখ্যক উশৃংখল ও দুষ্কৃতকারি লোক অতর্কিতভাবে তারেক জিয়া ফাউন্ডেশনের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এতে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়।
শনিবার বিকেল সাড়ে ৪টায় হেমনগর রেলক্রসিং সংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনের সামনে এলাকাবাসী, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন—
আব্দুস সালাম পিন্টু, সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা,
ভিপি গোলাম রোজ তালুকদার, সভাপতি হেমনগর ইউনিয়ন বিএনপি,
মোঃ জাহাঙ্গীর খা, সাধারণ সম্পাদক হেমনগর ইউনিয়ন বিএনপি,
মোঃ আব্দুল হালিম, সহ-সভাপতি হেমনগর ইউনিয়ন বিএনপি,
মোঃ হুমায়ূন কবির লিটন, সভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি,
মোঃ শিশির তালুকদার, সিনিয়র সহ-সভাপতি গোপালপুর উপজেলা ছাত্রদল,
মোঃ গোলাম রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক হেমনগর ইউনিয়ন ছাত্রদল।
বক্তারা বলেন, তারেক জিয়া ফাউন্ডেশনের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
স্থানীয় নেতৃবৃন্দ এবং তারেক জিয়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ মানিক তরফদার ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনকে দুর্বল করার জন্যই এমন অপতৎপরতা চালানো হচ্ছে। ভাঙচুর ও হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যাবে না।


Leave a Reply