মাদারগঞ্জে এক প্রবাসীর স্ত্রী স্বর্ণ অলংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথেও উদাও
মোঃ আনোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি, জামালপুর।
মাদারগঞ্জে ১০ বছরের সংসার রেখে ও ৮ বছরের একটি সন্তান রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর উধাও এর ঘটনা ঘটেছে। গত ১ সেপ্টেম্বর উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া গ্রামে ঘটনাটি ঘটলেও এখনো এলাকা জুড়ে চলছে আলোচনা। জানা গেছে, ১০ বছর আগে পারিবারিকভাবে বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম সুখনগরী ( আটাত্তর) এলাকার ডেকরেটর ব্যবসায়ী হাকিম কারী এর মেয়ে কনিকার সাথে বিয়ে হয় আদারভিটা ইউনিয়নের কয়ড়া গ্রামের মফাজ্জল সর্দার এর ছেলে সৌদি প্রবাসী মেহেদী হাসান মিন্টুর সাথে। বিয়ের পর ১ বছর পর সংসার জীবনে আসে এক কন্যা সন্তান। স্বামী প্রবাসে থাকায় কয়ড়া উত্তরপাড়া ফকিরবাড়ির অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুল মান্নানের বিবিএ পড়ুয়া ছেলে খোকন এর সাথে পরকিয়া সম্পর্ক শুরু হয় কনিকার। এরপর সেই পরকিয়া চলতে থাকে দিনের পর দিন। সম্প্রতি কনিকার সৌদি প্রবাসী স্বামীর ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে আসেন। সাথে আনেন কোম্পানির উপহারের ৫ লক্ষ টাকা।স্বামী দেশে আসার ১৩ দিনের মাথায় একমাত্র কন্যা সন্তানকে রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে চলে যান কনিকা। যাওয়ার সময় ৩ জা ও শাশুড়ির ৯ ভরি স্বর্ণ ও প্রবাস থেকে আনা স্বামীর ৫ লক্ষ টাকাও নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী মেহেদী হাসান মিন্টু। এ ঘটনায় প্রথমে পুত্রবধু নিখোঁজের একটি সাধারণ ডায়রি করেন কনিকার শ্বশুর। পরে নিশ্চিত হোন পাশের গ্রামের আব্দুল মান্নানের ছেলের সাথে পালিয়েছে সে। সর্বশেষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply