1. admin@dainikjanatarkhobor.com : admin :
  2. rashedulislam.cu1981@gmail.com : Md. Rashedul Islam : Md. Rashedul Islam
  3. rimedia089@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam

রাজশাহীর দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার।

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে আলোচিত ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ জন আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ফের আলোচনার ঝড় উঠেছে।

গত রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা গ্রামে সংঘবদ্ধভাবে হামলা চালায় স্থানীয় ২৫-৩০ জন। এ সময় ওয়াজেদ আলী, তার স্ত্রী লাইলী বেগম ও ছেলে মাসুমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের প্রথমে দুর্গাপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।

ঘটনার পর নিহতের পরিবার ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ নন্দী জানান— এজাহারভুক্ত আসামি ওমর ফারুক ওরফে উমার, এবং সন্দেহভাজন আসামি ফরহাদুল, সেলিম রেজা ও আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার ওসি দুরুুল হুদা বলেন, “অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।” নিহত ওয়াজেদ আলীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, থমথমে হয়ে উঠেছে পুরো গ্রাম।

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD