সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
নিজস্ব প্রতিবেদক:
জামালপুর, ৭ আগস্ট ২০২৫ —সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় বৃত্তি পরীক্ষা চালু করায় সরকারকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন এবং এ বিষয়ে কিন্ডারগার্টেন (কেজি) স্কুল শিক্ষকদের উদ্ধতপূর্ণ আচরণ ও অন্যায় আবদারের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
(৭ আগস্ট) বিকেল ৪টায় সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও মেধা যাচাইয়ের সুযোগ তৈরি হবে। এটি একটি সময়োপযোগী ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত। অথচ কিছু কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক এ সিদ্ধান্তের বিরোধিতা করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে এবং আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের প্রতি অবমাননাকর ও উদ্যক্তপূর্ণ আচরণ প্রদর্শন করছে — যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
বক্তারা আরও বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দেশের শিক্ষা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অন্যায় ও অযৌক্তিক দাবিতে বাধা সৃষ্টি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।”
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো:মহোছেন উদ্দিন (ইউএনও)এবং শিক্ষা অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন।
মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন অংশগ্রহণ করেন।


Leave a Reply