সীমান্তে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের মাদক ও অন্যান্য চোরাচালানবিরোধী সফল অভিযান
চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৪-০৭-২৫): সীমান্তে চুয়াডাঙ্গা (৬ বিজিবি) ব্যাটালিয়নের মাদক ও অন্যান্য চোরাচালান বিরোধী সফল অভিযান।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি চলমান বিশেষ গোয়েন্দা কার্যক্রম এবং তৎপরতার অংশ হিসেবে ১৮ জুলাই ২০২৫ হতে ২৪ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত সময়কালে পরিচালিত অভিযানে মোট ২৪,৬৭, ০৮৫/- (চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার পঁচাশি) টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১০৭ বোতল ভারতীয় মদ, ০৯ কেজি ১৭গ্রাম গাঁজা, ৩৮ গ্রাম হেরোইন, ৩০ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ৫২০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ৯২ পিস ইয়াবা, ১০০ পিস চায়না দুয়ারী জাল, পাতার বিড়ি, মোটর সাইকেল, তরমুজের বীজ, বিভিন্ন প্রকার কসমেটিক্সসহ অন্যান্য চোরাচালানী মালামাল। এছাড়াও, অভিযানে প্রত্যক্ষ সম্পৃক্ত থাকা ০১জন চোরাকারবারীর বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণপূর্বক আদালতের মাধ্যমে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকায় সক্রিয় মাদক ও চোরাচালান চক্র দমনে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য পয়েন্টসমূহে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হয়েছে। বিজিবি’র এই সফলতা কেবল সীমান্ত রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্বেরই প্রমাণ নয় বরং এটি সীমান্ত অঞ্চলে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে রাষ্ট্রের নিরবিচ্ছিন্ন প্রতিজ্ঞার বাস্তব প্রতিফলন। সীমান্তে বিজিব’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।