দীঘিনালায় সেনাবাহিনীর ট্রাক ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে আহত শিশুসহ কয়েকজন, হাসপাতালে ভর্তি
মাটিরাঙ্গা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় একটি যাত্রীবাহী মাহিন্দ্র এবং সেনাবাহিনীর কাজে নিয়োজিত একটি মিনি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা থেকে লংগুদু যাওয়ার পথে মনের মানুষ বাজার অতিক্রম করার পর একটি ঝুঁকিপূর্ণ টার্নিং পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবোঝাই মাহিন্দ্র গাড়িটি মনের মানুষ বাজার পেরিয়ে উক্ত টার্নিং পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি কর্মরত মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরই মাহিন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর নালায় পড়ে যায়।
দুর্ঘটনায় মাহিন্দ্রতে থাকা যাত্রীদের মধ্যে একজন শিশু ও দুই নারীসহ অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনাস্থলটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল বলে জানান স্থানীয়রা। তাদের অভিযোগ, সড়কটিতে বাঁক ও ঢালের কারণে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন হলেও গতিসীমা নিয়ন্ত্রণে রাখার জন্য কোন ধরনের সাইনবোর্ড বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেই। ফলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
দীঘিনালা থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
এই দুর্ঘটনা আবারও পাহাড়ি সড়কে নিরাপত্তা ও যান চলাচলের মান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে যাত্রী পরিবহন এবং সেনাবাহিনীর কাজের গাড়িগুলোর মধ্যে সমন্বয় ও যোগাযোগের ঘাটতি এড়াতে আরো সচেতনতা ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।