চুয়াডাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে ০৯ কেজি ভারতীয় দানাদার রুপা আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
(১৯-০৭-২৫):চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযানে ০৯ কেজি ভারতীয় দানাদার রুপা আটক করেছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ মুন্সিপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল ০৯ জুলাই ২০২৫ তারিখ ২ টার সময় চোরাচালান বিরোধী একটি বিশেষ ও সফল অভিযান পরিচালনা করে ভারতীয় দানাদার রুপা জব্দ করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশে রুপা পাচারের চেষ্টা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে হাবিলদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ৯৩/৪-আর হতে ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালীন সময়ে আভিযানিক দলটি যাত্রীবিহীন একটি সন্দেহভাজন ইজিবাইককে সীমান্ত এলাকায় চলাচল করতে দেখে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। বিজিবি টহলদলকে দেখে চালক ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইজিবাইকটি জব্দ করে এবং তল্লাশির সময় চালকের বসার আসনের নিচ হতে একটি প্যাকেট উদ্ধার করে, যেখানে মোট ০৯ কেজি ভারতীয় দানাদার রুপা পাওয়া যায়।
ইজিবাইকসহ জব্দকৃত ভারতীয় দানাদার রুপার বাজারমূল্য আনুমানিক ২৩,৬৯,০০০/- (তেইশ লক্ষ ঊনসত্তর হাজার) টাকা। এ ঘটনায় হাবিলদার মোঃ মিজানুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জব্দকৃত দানাদার রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply