শিশু শহিদদের স্মরণে জুলাই কেন্দ্রিক কবিতা আবৃত্তি, গান, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে
শিশু শহিদদের স্মরণে জুলাই কেন্দ্রিক কবিতা আবৃত্তি, গান, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ জেলা প্রশাসন, মন্সীগঞ্জ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, মুন্সীগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মুন্সীগঞ্জ মোঃ মাহমুদুর রহমান খোন্দকার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মুন্সীগঞ্জ
মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে মুন্সীগঞ্জ সদরের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


Leave a Reply