চুয়াডাঙ্গার প্রতিনিধি:
আজ ২৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গার সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রথম অংশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের আসন গ্রহণের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং অন্যান্য ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য প্রদান করা হয় এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এবং জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের আয়োজন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চুয়াডাঙ্গা। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Leave a Reply