চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দর্শনা ও মুজিবনগর এর জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর উদ্যোগে অদ্য ২৩ জুলাই ২০২৫ তারিখ ৪ ঘটিকা হতে ৬ ঘটিকা পর্যন্ত দর্শনা ও মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্বর্ণ, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য চোরাচালন প্রতিরোধকল্পে একটি জনসচেতনতা মূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোঃ হায়দার আলী। এছাড়াও দর্শনা ও মুজিবনগর কোম্পানী কমান্ডার, উপজেলা নির্বাহী অফিসার মেহেরপুর, মুজিবনগর থানা, আনসার ও ভিডিপি সদস্য, স্থানীয় মিডিয়াকর্মীবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১৫০-২০০ জন স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। সভায় ব্যাটালিয়ন সহকারী পরিচালক তাঁর বক্তব্যে সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি মাদক, স্বর্ণ, গরু ও মানব পাচারসহ সকল প্রকার চোরাচালানকে সামাজিকভাবে প্রতিহত করার উপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে তিনি মাদককে ‘না’ বলার শপথ নেওয়া, মাদকের ক্ষতিকর দিকসমূহ আলোচনা, পাচারকারীদের সম্পর্কে তথ্য প্রদান, সন্ধ্যার পর শূন্য লাইনে যাওয়া থেকে বিরত থাকা, সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতা অবলম্বন, ভারতীয় জমি লিজ না নেয়া, ভারতীয় জমিতে দিনমজুরের কাজ না করা, সীমান্ত অতিক্রম করে গরু না চড়ানো, গরু চোরাচালানে জড়িত না হওয়া এবং সীমান্তে সম্ভাব্য পুশ-ইন পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার ব্যাপারে সকলকে অনুরোধ করেন। তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে সকল ধরনের চোরাচালান ও মানব পাচার একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে তিনি পরিচয় গোপন রেখে তথ্য প্রদানে সকলকে উৎসাহিত করেন। এছাড়া তিনি ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক সভা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সভা শেষে স্থানীয় জনগণ বিজিবি’র এ ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সকলে স্বর্ণ, মাদক ও মানব পাচার প্রতিরোধে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


Leave a Reply