জুলাই পদযাত্রায় এনসিপি,র নেতৃবৃন্দ বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী কৃষক ইব্রাহিম বাবুর বাড়িতে অবস্থান।ঘন্টা খানেক সময় কাটান। শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
এনসিপি,র জুলাই পদযাত্রায় নবম দিনে চুয়াডাঙ্গায় পথসভা শেষে বুধবার বেলা চারটার দিকে নেতৃবৃন্দ দর্শনা ও জীবননগরের উদ্দেশ্যে রওনা হন। হঠাৎ করেই তাদের গাড়ি বহর দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের দিকে ঘুরে যায়। দলটির কেন্দ্রীয় আহবায়কের নেতৃত্বে অন্যান্য নেতারা গিয়ে হাজির হন গত ২ জুলাই বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী কৃষক ইব্রাহিম বাবুর বাড়িতে। ইব্রাহিম বাবুর লাশ ৭ দিন পর গতকাল রাতে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। জাতীয় নাগরিক পার্টির নেতারা নিহতের পরিবারের সদস্যদের সাথে ঘন্টা খানেক সময় কাটান। শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন।এরপর জীবননগর ও দর্শনার পথসভা বাতিল করে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি বহর ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়।


Leave a Reply