সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট সরিষাবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ:-
জেলা প্রতিনিধি:(জামালপুর)
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোহছেন উদ্দিন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, সরিষাবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি জনাব রফিকুল ইসলাম, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক মো: হারুনুর রশিদ এবং নির্বাহী সদস্য মোঃ সুজল উদ্দিন।
সাক্ষাৎকালে সরিষাবাড়ী উপজেলার সাম্প্রতিক সামাজিক ও আইন-শৃঙ্খলা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিস্তার, অনলাইন জুয়া, স্থানীয়ভাবে বেড়ে চলা মোবাইল ও মোটরসাইকেল চুরি, গৃহচুরি, অপহরণ, নারী ও শিশু নির্যাতনসহ নানা সামাজিক অসংগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মোহছেন উদ্দিন সকল বিষয় গুরুত্বের সঙ্গে শোনেন এবং আশ্বাস প্রদান করেন যে, সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সমাজ থেকে অন্যায়, অবিচার ও অপরাধ দূর করতে সকলের সহযোগিতা কামনা করেন।


Leave a Reply