প্রতীক্ষার ১৬ বছর পর বিএনপি সরিষাবাড়ী পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত::
নিজস্ব প্রতিবেদক:(জামালপুর)
জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫।
শনিবার, ৫ জুলাই সকাল ১০টায় সরিষাবাড়ী আর.ডি.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি জনাব মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ,
জেলা বিএনপির সহ-সভাপতি ও জামালপুর পৌর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী,
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল হক খান দুলাল,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান আহমেদ খান লোটন,
যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল,
এবং সহ-প্রচার সম্পাদক মোঃ শিপার মেহেদী ফেরদৌস।
সম্মেলনে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুল বারেক।
সম্মেলনে দলীয় নেতাকর্মীরা সরব উপস্থিতি ও উচ্ছ্বসিত অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমকে প্রাণবন্ত করে তোলেন। দলকে সুসংগঠিত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।


Leave a Reply