চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম ঝাঁঝাডাঙ্গার বাসিন্দা ইব্রাহিম বাবু (৩১)
পরিবার দাবি করছে, গত ২ জুলাই বুধবার দুপুরে গরুর ঘাস কাটার জন্য ভুলক্রমে সীমান্ত পার হয় ভারতে ঢুকে পড়েন এবং বিএসএফের গু*লিতে মা/রা যান। সীমান্ত রক্ষী বাহিনীর দাবি, বাবু ছিলেন স্বর্ণ পাচারকারি।
ইব্রাহিম বাবুর দেহ ফেরত চেয়ে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠক, দেন দরবার হয়েছে একাধিকবার কিন্তু গত তিনদিন যাবত এই বাংলাদেশীর নিষ্প্রাণ দেহ পড়ে আছে ওপারের কৃষ্ণগঞ্জ মহাকুমা হাসপাতালে। বিএসএফ ফেরত দেয়নি।
বিশ্বস্ত একটি সূত্র জানাচ্ছে, আজ শনিবার (৫ জুলাই) দেশে ফিরতে পারে পলিথিনে মোড়া, কাটা ছেঁড়া করা বাবুর মরদেহ।


Leave a Reply