পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় এক ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ ২০২৫।
নিজস্ব প্রতিবেদক:
পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জুলাই ২০২৫ ইং (বৃহস্পতিবার) সকাল ১০:৩০ মিনিটে আয়োজিত হয় এক ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ। অনুষ্ঠানটি ছিল শুধু আনুষ্ঠানিকতা নয়,বরং শিক্ষার মান উন্নয়ন, অভিভাবক-শিক্ষক সহযোগিতা এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির ওপর ভিত্তি করে এক নতুন দৃষ্টান্ত।
সমাবেশে সভাপতিত্ব করেন,জনাব মোঃ আবু হানিফা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল ইসলাম(নাজু) সভাপতি,পিংনা ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রশিদ।
অনুষ্ঠান পরিচালনা করেন মো:হেদায়েতুল ইসলাম (অপু) এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মোজাম্মেল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
মো:বদিউজ্জামান,মো: ফরিদ হোসেন,মোহাম্মদ ইমরুল হোসেন,মোহাম্মদ ফরহাদ হোসেন(বি.এস.সি),
মো:আনিসুর রহমান(আনিস),মো:বেলাল হোসেন,মো:মিজানুর রহমান,মো:জিয়াউল হক (জিয়া),মো:হারুন-অর-রশিদ,এবং মো:আব্দুর রশিদ প্রমুখ।
বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান,তারা যেন শুধু শিক্ষার্থীর স্কুল উপস্থিতি নয়, বরং তাদের মানসিক বিকাশ,মূল্যবোধ ও সামাজিক সচেতনতা গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।
এই ব্যতিক্রমধর্মী সমাবেশে স্কুল প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের একত্রে অংশগ্রহণ বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান অতিথি মো:নাজমুল ইসলাম (নাজু)বলেন এ ধরনের ব্যতিক্রমী আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পিংনা বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে।


Leave a Reply