January 15, 2026, 1:07 pm
শিরোনাম :
কুমিল্লা দাউদকান্দি স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় শীতার্ত মানুষের পাশে ব্র্যাক ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–হিরোইন ও রেপলিকা পিস্তলসহ চার মাদক ব্যবসায়ী আটক মানবদেহের ভেদ তত্ত্ব ফসলি জমির মাটি কেটে নেওয়ায় দিগপাইতের দুইটি ইট ভাটাকে চার লক্ষ টাকা জরিমানা। রাজারহাটে অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন,৪ লাখ টাকা জরিমানা ও যানবাহন জব্দ। কালিগঞ্জ সরকারি কলেজে দর্শন বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান অধ্যাপিকা শামীমা আকতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রাজশাহীতে ২৮ বোতল মদ উদ্ধার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ত্রিমুখীসংঘর্ষ ওই দেশের সেনাবাহিনী, আরাকান আর্মি এবং রোহিঙ্গা আরশাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ১ বাংলাদেশী শিশু গুলিবিদ্ধ।

চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, July 3, 2025
  • 584 সময় দেখুন

চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিওভুক্তির পাঁচ দফা দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপীএ মানববন্ধনে দেশের এক হাজার ৭৭২ টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিওভুক্তির দাবি করা হয়। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে জেলার ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এসব শিক্ষক নিজেরা খেয়ে না খেয়ে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। অবিলম্বে এসব শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতি ও এমপিওভুক্তির মাধ্যমে সমস্যা সমাধানেরও দাবি জানান তারা। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও সমাজ কল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, সহ-সভাপতি মো. মহিউদ্দিন বাবু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আহসান হাবীব, ও সহজ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত প্রতিবন্ধী বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী মিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্ত করতে বিশেষ ভূমিকা পালন করছে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পূনর্বাসণে এ বিদ্যালয়গুলোর অবদান অসামান্য। কেন্দ্রীয়ভাবে পরিচালিত সরকারের বিশেষ কাঠামোর মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে আনতে ২০০১ সালে ও ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘বিশেষ শিক্ষা নীতিমালা ’ প্রণয়ন করে। ২০ ডিসেম্বর ২০২০ সালে সমাজকল্যাণ মন্ত্রণায়লয় প্রতিবন্ধী বিদ্যালয়সমূহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহন শুরু করে। উক্ত প্রজ্ঞাপনের আওতায় দুই হাজার ৭৪১ টি প্রতিষ্ঠান আবেদন করে। যার প্রাথমিক যাচাই-বাছাই করে এক হাজার ৭৭২টি বিদ্যালয়কে চূড়ান্তভাবে গ্রহণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD