টাঙ্গাইলের গোপালপুরে ভেঙ্গুলা ব্রিজ সংলগ্ন রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে।
বিশেষ প্রতিনিধি:(টাঙ্গাইল)
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় ঝাওয়াইল ইউনিয়নের ভেঙ্গুলা ব্রিজ সংলগ্ন সড়কটি বর্তমানে ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তার পিচ ও ইটের আস্তরণ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। বিশেষ করে বৃষ্টির সময় এই গর্তগুলো পানিতে ভরে গিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
২৪/০৬/২০২৫ ইং(মঙ্গলবার) স্থানীয় জনগণ বলেন
স্কুল, কলেজ ও হাটবাজারে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।
অ্যাম্বুলেন্স বা জরুরি যান চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে থাকেন এলাকাবাসী।
স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কাছে সু-দৃষ্টি কামনা করেন। যাতে দ্রুত রাস্তাটির সংস্কারের কাজ সম্পূর্ণ করা হয় । এই অবস্থা চলতে থাকলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।


Leave a Reply