নিজস্ব প্রতিবেদক:
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পোগলদিঘা ইউনিয়নের রুদ্রবয়ড়া গ্রামে লেজবিহীন একটি শিয়ালের কামড়ে অন্তত ৭ জন আহত হয়েছেন।
১৮/০৬/২০২৫ ইং(বুধবার) দুপুর হতে বিকাল পর্যন্ত একই গ্রামের উত্তর ও দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়াও একই শিয়ালের কামড়ে আরও দুটি ছাগল আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় পুরো রুদ্রবয়ড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, শিয়ালটি হঠাৎ গ্রামে ঢুকে পড়া(লেজবিহীন) এবং নারী ও পুরুষের ওপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক কামড়াতে থাকে। শিয়ালের আক্রমণের শিকার হয়েছেন মোশারফ হোসেন বুচা (৫৫), জহুরা বেগম (৫০), আকাশ মিয়া (১২), আরিফুল ইসলাম (৬), সোলায়মান হোসেন (৪৬), লাইলী বেওয়া (৮৫) এবং খোদেজা বেগম (৭০)। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে এবং তারা বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই নজিরবিহীন ঘটনায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন। শিয়ালটিকে ধরার জন্য তারা নিজেরাই উদ্যোগ নিয়ে খোঁজাখুঁজি করছেন, তবে এখনো শিয়ালটি ধরা পড়েনি। আতঙ্কের কারণে গ্রামের মানুষ লাঠি হাতে চলাফেরা করছেন।
গোবিন্দনগর গ্রামের হাফিজুর রহমান বলেন, “এরকম ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমরা দ্রুত ভ্যাকসিন এবং সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকতে পারে। তিনি কামড়ে আহতদের দ্রুত র্যাবিস ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং একইসঙ্গে এলাকায় সবাইকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।
এই ঘটনার পর এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।


Leave a Reply