সরিষাবাড়ীতে চারা গাছ উপড়ে ফেলা কে কেন্দ্র করে দস্তাদস্তি থানায় অভিযোগ ।
জেলা প্রতিনিধি :(জামালপুর)
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মহাদান ইউনিয়নের,মহাদান গ্রামে গত ১৭/০৬/২০২৫ ইং(মঙ্গলবার) বিকেল ৩:১০মিনিটে এ ঘটনা ঘটে। বাদীর অভিযোগ সূত্রে জানা যায় জিয়াউল হক মহাদান গ্রামের আনোয়ারুল হকের ছেলে তাদের বাডীর সম্মুখে রাস্তার পাশে ক্রয় সুত্রে ৩ শতাংশ জমির মালিক।দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল। সম্প্রতি উক্ত জমিতে বিভিন্ন ধরনের চারা গাছ রোপন করে। প্রতিবাদে প্রতিবেশী তানিয়া সরকার ও তার বোন রোকসানা বেগম চারা গাছ রোপন করায় বাঁধা দিতে থাকে। একপর্যায়ে ঘটনার দিন তোফাজ্জল হোসেন, পিতা :মৃত আবেদ আলী, আব্দুর রাজ্জাক পিতা সুরুজ খান, সহ তানিয়া এবং রূপসানা মিলে চারা গাছগুলো উপড়ে ফেলে। এতে বাধা দিলে জিয়াউল হক ও তার মা লুৎফা বেগম আহত হয়। জিয়াউল হকের চারা গাছ উপড়ে ফেলার ফলে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয় বলে অভিযোগ সূত্রে জানা যায়। এ ব্যাপারে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করে জিয়াউল হক। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


Leave a Reply