স্কুলের পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের প্রতি অভিভাবকদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :
স্কুলের নির্ধারিত পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। এতে শিক্ষার্থীদের লেখাপড়া এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা মানসিকভাবে হতাশ হয়ে পড়ছে। বিশেষ করে বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম স্থগিত থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে।
একাধিক অভিভাবক বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি থাকতে পারে, তবে তার জন্য কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা মোটেও গ্রহণযোগ্য নয়।” দ্রুত আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করে অবিলম্বে পরীক্ষা গ্রহণের আহ্বান জানান তারা।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অভিভাবকরা অনুরোধ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে।


Leave a Reply