খাগড়াছড়ির সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্ম বিরতি শুরু
মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মবিরতি শুরু।
সারাদেশের মতো খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সোমবার (১ ডিসেম্বর) থেকে কর্মবিরতি পালন করছে। বার্ষিক পরীক্ষা চললেও তারা পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন।
খাগড়াছড়ির সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউছুপ আদনান, নিখিল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক প্রিয় বসু ত্রিপুরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী চলবে। সরকার তাদের দাবি দাওয়া মেনে নিলে শুক্রবার ও শনিবার পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।
খাগড়াছড়ি ৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এ কর্মসূচী পালন করছেন। তবে সদ্য জাতীয় করণ হওয়া ৯ উপজেলার ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও এতে সর্মথন করেছেন।


Leave a Reply