থানচিতে পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল
গাইডদের কর্মবিরতি প্রত্যাহার
থানচি (বান্দরবান) বিশেষ প্রতিনিধি
২৫ নভেম্বর ২৫খ্রীঃ
বান্দরবানের থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের উপর উপজেলা প্রশাসন পূর্ব নির্ধারিত নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে। বুধবার থেকে বংড পাথর, অর্থাৎ( রাজা পাথড়) ক্যাপজাহ্ চং অর্থাৎ (বাঘের চং)পর্যন্ত পর্যটকদের ভ্রমনে উন্মুক্ত করা হয়েছে। ফলে স্থানীয় ট্যুরিষ্ট গাইডরা অনিদিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে।
আজ মঙ্গলবার ২৫ নভেম্বর দুপুরে থানচি উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনের পর্যটক সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভায় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বান্দরবান জেলার আগামী মাসের (ডিসেম্বর) এর আইন শৃংঙ্খলা সংক্রান্ত কোর মিটিংয়ে থানচি উপজেলার পর্যটন সংশ্লিষ্ট নানাবিধ সমস্যা ও পরিস্থিতি পর্যবেক্ষণ পূর্বক স্বাভাবিক পর্যায়ে পৌঁছলে রেমাক্রী খালের নাফাখুম পর্যন্ত পর্যটকদের ভ্রমনের নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস প্রদান করা হয়।


Leave a Reply