রাজশাহীতে বিদেশী বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য মেলা
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর রাণীবাজার এলাকায় অবস্থিত হোটেল রয়েল রাজ এ ইডুম্যস্ক কনসালটেশন এর আয়োজনে এই এডুকেশন মেলার আয়োজন করা হয় । সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এই মেলা । ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করার জন্য এই মেলা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে । একজন শিক্ষার্থী ৫০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ পাবেন ।
ব্যাচেলর, মাস্টার্স, পি, এইচ, ডি করার জন্য অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে । মূলত কম টিউশন ফ্রি , পার্ট টাইম জবের
সুবিধা , স্থায়ী আবাসিক সুযোগ সুবিধা, সেজনজটমূক্ত এই সব বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য, যাবতীয় তথ্য, সহযোগীতা করার জন্যই মেলার আয়োজন করা হয় ।
মনোরম পরিবেশ, বিদেশী বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য ছাত্র/ছাত্রীদের ব্যপক উৎসাহ দেখা যায় । মেলাতে এডমিশন এর সু ব্যবস্থা করা হয় । যে সকল ছাত্র ছাত্রীদের কিছুদিন পড়াশোনা বন্ধ ছিল, আই, এল, টি, এস, ৫ পয়েন্ট ৫ সেই সকল ছাত্র ছাত্রীদের জন্য ও এই সকল বিদেশী বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ আছে ।


Leave a Reply