সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিশেষ প্রীতিভোজ
উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি,থানচি
২১ নভেম্বর ২০২৫ খ্রীঃ
প্রাকৃতিক সৌন্দর্য, রূপ-বৈচিত্র্য এবং নানান জনপদের সংস্কৃতিতে সমৃদ্ধ আমাদের সম্প্রীতির জেলা বান্দরবান। পাহাড়ি দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও সদর দপ্তর, ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক দিকনির্দেশনায় সদর দপ্তর, ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় সকল জনপদ মিলে উদযাপিত হচ্ছে সকল জাতীয় এবং ধর্মীয় উৎসব।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এই ধারাবাহিকতায় , সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড এবং দি ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট – এর সার্বিক তত্ত্বাবধানে যথাযথ মর্যাদা, সম্মান, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৫। এই বিশেষ দিনটি সকল সম্প্রদায়ের সাথে আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
বাকলাইপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আসিফ জুবায়েদ ও ক্যাম্পের সেনা সদস্যগণ আনন্দমুখর পরিবেশে আয়োজিত বিশেষ প্রীতভোজে স্বাগত জানান স্থানীয় সকল প্রতিনিধি সহ পাড়া কারবারিবৃন্দকে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, থানচি উপজেলা সদর থানা মোঃ নাসির উদ্দিন মজুমদার, ওসি, সহকারি পরিচালক, থানচি ইউঃ অফিস সহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন
বাকলাইপাড়া সাবজোনের অন্তর্গত সকল স্থানীয় পাড়ার কারবারি, ধর্মজাযক ও শিক্ষকসহ পাড়া প্রতিনিধিবৃন্দ।
“সশস্ত্র বাহিনী দিবস -২০২৫” উপলক্ষে দি ম্যাজেস্টিক টাইগার্স এর তত্ত্বাবধানে অনুষ্ঠান শেষে সাবজোনের আওতাধীন সকল কারবারী ও পাড়া প্রতিনিধিবৃন্দকে চাউল,আাটাচিমি,চা,শুকনা বিস্কুট খাদ্যদ্রব্য শুভেচ্ছা উপহার প্রদান করেন মেজর আসিফ জুবায়ের, ক্যাম্প কমান্ডার, বাকলাই পাড়া আর্মি ক্যাম্প।
মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, ইউএনও, থানচি উপজেলা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের এবং পাড়াবাসীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, “আজকের এই প্রীতিভোজে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। পার্বত্য চট্টগ্রাম এর শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের ক্ষেত্রে সশস্র বাহিনীর অবদান সীমাহীন। বাংলাদেশ সেনাবাহিনীসহ সশস্র বাহিনীর সকল সদস্য সর্বদা দেশ রক্ষার্থে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে যা আমাদের দেশ ও জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়।স্থানীয় পাড়াবাসী সকলকে আজকে এখানে একসঙ্গে পাওয়াটাও আমার জন্য অনেক গর্বের বিষয়।”
প্রাতাপাড়া কারবারি, পারকেল বম বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের কাছে অনেক শ্রদ্ধার এবং অনেক গর্বের। ২০২১ সাল থেকে নানান প্রতিকূল সমস্যার সম্মুখীন হয়ে আমরা যখন দিশাহীন ঠিক তখন আমাদের পাশে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর অনেক শ্রম এবং প্রচেষ্টার ফলে আমরা আজ শান্তিপূর্ণ পরিবেশে নিজ পাড়ায় বসবাস করছি। আজকের মত একটি অনুষ্ঠান, যেখানে আমরা সকলে একসঙ্গে হতে পেরেছি এটিও বাংলাদেশ সেনাবাহিনীর একটি অনন্য অবদান এবং আমাদের প্রতি আন্তরিকতা ও ভালোবাসার অংশ। আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী আরও এগিয়ে যাক। দেশ ও জনপদের উন্নয়নে আমরা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীর পাশে আছি ও থাকবো। ”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাকলাই পাড়া সাবজোনের, সাবজোন কমান্ডার সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য উল্লেখ করার পাশাপাশি সকলের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের , সকলের সুস্বাস্থ ও সমৃদ্ধি কামনা করেন।


Leave a Reply