নাটোরের লালপুর উপজেলায় ফাঁসি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা।
কাউসার আলম
জেলা প্রতিনিধি (নাটোর)
নাটোর জেলার লালপুর উপজেলায় আডবার ইউনিয়নের কচুয়া বাজারের পাশে ১/০৬/২০২৫ ইং(রবিবার) ভোরে গলায় ফাঁসি দিয়ে স্বামী-স্ত্রীর উভয় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। মো: রইসুল ইসলাম(৩৪) ,পিতা :মৃত আজিজুল হক (অজল)। মোসাম্মৎ ফাতেমা বেগম (২৮) স্বামী :রইসুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায় রইসুল ইসলাম এবং তার স্ত্রী উভয়ে ঋণগ্রস্ত ছিলেন। রইসুল ইসলাম পার্শ্ববর্তী তামাক ক্ষেতের পাশে একটি বাবলা গাছে গলায় দড়ি ঝুলিয়ে ফাঁস দেন এবং তার স্ত্রী মোছাম্মদ ফাতেমা বেগম তার নিজ গৃহে সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ র্মগে পাঠান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


Leave a Reply