স্টাফ রিপোর্টার:
নাটোরের লালপুর উপজেলার বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক, নাবিক সমাজ ও মানবাধিকার কর্মী কাউসার আলম সবুজ ২০২৫ সালের “শেরে বাংলা এ.কে. ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড” অর্জন করেছেন।
শনিবার ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়। তরুণ সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য কাউসার আলম সবুজকে এ পুরস্কার দেওয়া হয়।
স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তা, সমাজ উন্নয়ন ও তরুণ প্রজন্মকে মানবকল্যাণে উদ্বুদ্ধ করার মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
কাউসার আলম সবুজ বলেন, “এই পুরস্কার আমার নয়, এটি বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।”
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply