পাহাড়ে গ্রামে নারীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হলো থানচিতে।
উশৈনু মারমা
থানচি, বিশেষ প্রতিনিধি।
১৫ অক্টোবর ২০২৫
পাহাড়ে গ্রামে নারীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হলো বান্দরবানের থানচি উপজেলা থানচি হেডম্যান পাড়া গ্রামে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী খেরাধুলা ও বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়।
বুধবার ১৫ অক্টোবর সকালের থানচি হেডম্যান পাড়া শতাধিক নারীদের মধ্যে কৃষি বিভাগের কৃষক মাঠ স্কুলের নারী সদস্য, বিএনকেএস এর মধু চাষী উপকার ভোগী সদস্য, হোম স্টেক গার্ডেনের সদস্য , মাশরুম চাষী সদস্য, আইজিএ সদস্যরা স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন। টেকসই ভবিষ্যৎ গড়ি, অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউরোপীয়ন ইউনিয়ন অর্থায়নের
বলিপাড়া নারী কল্যাণ সমিতি বিএনকেএস এর
Partairship furkanent Livelihoods in CUT Reghin (PREC) Projat আয়োজন করেন।
Partairship furkanent Livelihoods in CUT Reghin (PREC) Projat প্রকল্পের সমন্বয়ক পেশল চাকমা সভাপতিত্ব করেন। অর্গানাইজার সাঅংসিং মারমা সঞ্চালনায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় Partairship furkanent Livelihoods in CUT Reghin (PREC) Projat প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা হ্লাগ্যউ মারমা,কৃষি বিভাগের উপসহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্তসহ হেডম্যান পাড়া গন্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন। শেষে চার সফল নারী ও বিজয়ীদের হাতে পুরুস্কার হিসেবের গ্রামীণ কৃষক মনোনীত করে উপহার সামগ্রী বিতরণ করা হয়।


Leave a Reply