সরিষাবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিসের মোটর- সাইকেল শোডাউন।
স্টাফ রিপোর্টার
তন্ত্র মন্তের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর ৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এম,পি প্রার্থী
রিক্সা প্রতিকে মুফতি মোখলেছুর রহমান জমিরী। এ উপলক্ষে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল শোডাউনটি সানাকৈর বাজার হয়ে, মাটিয়া জানি, দিগপাইত, রাজার মোড়, পপুলার, সিমলা বাজার বাস স্ট্যান্ড, রেলস্টেশন হয়ে উপজেলা মডেল মসজিদের সামনে এসে সমবেত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায়, বক্তব্য রাখেন – বাংলাদেশ খেলাফত মজলিসের জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং এমপি প্রার্থী মুফতি মোখলেছুর রহমান জমিরী, দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিস সরিষাবাড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা খুরশিদ আলম,
বাংলাদেশ খেলাফত মজলিস সরিষাবাড়ী উপজেলা শাখার
সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলায়মান কবির, বাংলাদেশ খেলাফত মজলিস মাহাদান ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আরিফুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা শাখা সদস্য শফিকুল ইসলাম সহ আরো অনেকে।


Leave a Reply