সরিষাবাড়ী উপজেলায় পিংনা গোলাপ জেনারেল হাসপাতালের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত।
জেলা প্রতিনিধি:(জামালপুর)
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে “গোলাপ জেনারেল হাসপাতালের” আয়োজনে পল্লী চিকিৎসক, ফার্মেসির মালিক ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১১-০৯-২৫ ইং তারিখ সকালে হাসপাতালের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ডিএমএফ আঃ মান্নান এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার এম এ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পিংনা ইউনিয়নের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম নাজু, পিংনা ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, টিম ফার্মাসিটিক্যাল কোম্পানির এরিয়া ম্যানেজার মোহাম্মদ মোজাম্মেল হক ও ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মুকুল । আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পল্লী চিকিৎসক, ফার্মেসির মালিকগণ ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ ছাড়াও এলাকা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বক্তাগণ সরিষাবাড়ী উপজেলার দক্ষিণ এলাকায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘ দিনের প্রতীক্ষিত
একটি হাসপাতালের দাবি ছিল। সেই উদ্দেশ্যকে সামনে রেখে গোলাপ জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করাযর উদ্দ্যোগ কে স্বাগত জানান হয়।
এবিষয়ে প্রফেসর ডাক্তার এম এ রহমান তার বক্তব্যে বলেন, পিংনা গোলাপ জেনারেল হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সকল প্রকার রোগের পরীক্ষা নিরীক্ষার করে অভিজ্ঞ ডাক্তার, নার্স, এবং চ অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা প্রদান করতে সুব্যবস্থা করেছেন। তাই তিনি পল্লী চিকিৎসক, ফার্মেসির মালিক ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের এবং এলাকার সকল শ্রেণীর মানুষের প্রতি”গোলাপ জেনারেল হাসপাতালে ” সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য আহ্বান জানান। এবিষয়ে উপস্থিত সবাই সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে উপস্থিত সবাইকে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেন।


Leave a Reply