সরিষাবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা
যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক
১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাংবাদিক রফিকুল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইজনকে আটক করেছে সেনা ক্যাম্প।
শনিবার ভোরে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটককৃতরা হলেন
৪নং আওনা ইউনিয়নের মেন্দারবেড গ্রামের তুষার(৩৫)এবং
পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের শিবলু(২৩)।
আটক ব্যক্তিদের সেনা ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করেন,
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান জানান—
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


Leave a Reply