January 16, 2026, 2:44 am
শিরোনাম :
নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার কুমিল্লা দাউদকান্দি স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় শীতার্ত মানুষের পাশে ব্র্যাক ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–হিরোইন ও রেপলিকা পিস্তলসহ চার মাদক ব্যবসায়ী আটক মানবদেহের ভেদ তত্ত্ব ফসলি জমির মাটি কেটে নেওয়ায় দিগপাইতের দুইটি ইট ভাটাকে চার লক্ষ টাকা জরিমানা। রাজারহাটে অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন,৪ লাখ টাকা জরিমানা ও যানবাহন জব্দ। কালিগঞ্জ সরকারি কলেজে দর্শন বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান অধ্যাপিকা শামীমা আকতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রাজশাহীতে ২৮ বোতল মদ উদ্ধার

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযান বেশি দামে সার বিক্রি করায় ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা।

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, August 24, 2025
  • 118 সময় দেখুন

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযান বেশি দামে সার বিক্রি করায় ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৪-০৮-২৫) : চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় অভিযান পরিচালিত হয়।
বেশি দামে সার বিক্রি করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জানা গেছে, আজ সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় মুদি দোকান, জ্বালানী গ্যাস ও বীজ ভান্ডার প্রভৃতি তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন,এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশি দামে সার [ (টিএসপি ১৩৫০ টাকার পরিবর্তে ১৮৫০, টিএসপি (বাংলা)) ১৩৫০/- এর পরিবর্তে ২৩০০/-] বিক্রয়ের জন্য মো: কামরুল হাসান প্রতিষ্ঠান মেসার্স কামরুল ট্রেডার্সকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪০ ধারা অনুসারে ১লক্ষ জরিমানা আরোপ ও আদায় করা হয়। উল্লেখ্য ০৮ বস্তা বাংলা টিএসপি নকল সন্দেহে জব্দ করে পরীক্ষার জন্য সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে টেস্ট করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টেস্ট রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
এসময় সংশ্লিষ্ট বাজারে অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD