চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ উদযাপিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :(০৭-০৮-২৫) : চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫” যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। জানা গেছে, “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ৭ আগস্ট বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫” যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমিন আক্তার, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Leave a Reply