জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের অন্তর্গত (তুলসীপুর বালিকা উচ্চ বিদ্যালয়) এর এডহক কমিটি গঠন অনুষ্ঠিত।
আনোয়ার হোসাইন
বিশেষ প্রতিনিধি:(জামালপুর)
১৩ই জুলাই, রবিবার জামালপুর সদরের, রশিদপুর ইউনিয়নের, (তুলসীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের) এর এডহক কমিটি পূর্ণাঙ্গ গঠন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ১৫ নং রশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, আবুল হোসেন মাস্টার। সাধারণ সম্পাদক, আজহারুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় অভিভাবকগন।
এ সময় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে,চারজন সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচন করা হয়, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি, শফিকুল ইসলাম মাস্টারকে। সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজিম উদ্দিন কে।অভিভাবক প্রতিনিধি, আখতারুজ্জামান ও শিক্ষক প্রতিনিধি,জনাব আবুল বাশার কে।
নির্বাচিত কমিটি বিদ্যালয় পরিচালনায়, সকলের সহযোগিতা কামনা করে। এবং বিদ্যালয়ের সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন । অতঃপর উপস্থিত স্থানীয় নেতাকর্মী এবং অভিভাবকরা ২০২৫ইং সালের এসএসসি পরীক্ষার ফলাফল সন্তুষ্ট জনক হওয়ায় স্বাগত বক্তব্য রাখেন। ও আগামী দিনে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের আহ্বান জানায় ও সহযোগিতার আশ্বাস দেন । এছাড়াও প্রতিষ্ঠানের অবকাঠামো সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে মূল্যবান বক্তব্য রাখেন।


Leave a Reply